বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:১৮ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ে অংশ নেন চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী।

মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, দল যাকেই মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকৃত বিএনপি কর্মীরা কখনো দল ভাঙতে পারেন না। দলের স্বার্থই সবার আগে।

সভায় উপস্থিত মনোনয়নপ্রত্যাশীরা জানান, এসময় তারা মূলত নেতৃত্বের বক্তব্য শুনেছেন, নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না।

সূত্র অনুযায়ী, বৈঠকের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। তারা বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরে তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নানা বিষয় বিবেচনা করে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর প্রথম কাজ হবে তার এলাকায় ফিরে গিয়ে সহকর্মীদের সঙ্গে পরামর্শ করা এবং দলীয় ঐক্য জোরদার করা, -এমন নির্দেশ দেন তিনি।

সভায় বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মনোনয়নপ্রত্যাশী মফিজুর রহমান আশিক বলেন,

“আমরা চাই ত্যাগী ও পরিশ্রমী নেতাদের অগ্রাধিকার দেওয়া হোক। তবে তারেক রহমানের সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত।”

ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী কামাল আনোয়ার আহাম্মেদ বলেন, তারেক রহমানের সঙ্গে মতবিনিময়টি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তিনি যাকেই মনোনয়ন দেবেন, আমরা তার নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন