

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে প্রাথমিক অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “এনসিপির সঙ্গে আমাদের রাজনৈতিক আলোচনা চলছে। তবে বিএনপি ও এনসিপি আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হবে কি না—তা এখনই নিশ্চিত নয়, কিছুটা সময় লাগবে বিষয়টি স্পষ্ট হতে।”
তিনি আরও বলেন, “জোটভুক্ত হলে বিভিন্ন দল অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারত। বেশিরভাগ দলই এতে সম্মত ছিল। কিন্তু যেভাবে আরপিও পাস হয়েছে, তাতে ছোট দলগুলো আর আগের মতো উৎসাহী থাকবে না।”
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ জানান, আগামী নভেম্বরের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    