শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচন হবে একটি বড় অগ্নিপরীক্ষা: জয়নুল আবদিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
expand
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের জনগণ শান্তিপূর্ণ নির্বাচন চায় এবং তারা এখনও প্রধান উপদেষ্টার প্রতি আস্থাশীল।

তিনি বলেন, “আগামী নির্বাচন হবে একটি বড় অগ্নিপরীক্ষা। এই নির্বাচনে ষড়যন্ত্রকারীরা সক্রিয় থাকবে। তাই দৃঢ় থেকে এগিয়ে যেতে হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”

ফারুক মনে করেন, ১৯৯১ সালের মতো সুষ্ঠু ভোট হলে জনগণ যাকেই নির্বাচিত করবে, বিএনপি সেটি মেনে নেবে। তবে তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার আশপাশে বিভ্রান্তি সৃষ্টিকারীরা সক্রিয় আছে, যারা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা দিতে চায়।

তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলে অশান্তি এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবে নির্বাচন বানচালের প্রচেষ্টা হতে পারে।

“আমাদের ঐক্য অটুট রাখতে হবে, যারা নির্বাচন ব্যাহত করতে চাইছে, তাদের প্রতিহত করতে হবে,”—যোগ করেন তিনি।

সভায় ঢাকাস্থ সেনবাগ ফোরামের নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের রাজনীতিকরা অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন