শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ পেছাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি ওই দিন হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দানে) নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।

সমাবেশটি মূলত ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা থাকলেও ওই দিনে বিমানের টিকিট না পাওয়ায় তারিখ একদিন পেছানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, সমাবেশ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। এতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, তারেক রহমানের এ সমাবেশ হবে বৃহৎ ও ঐতিহাসিক।

রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান (মিনু) বলেন, “দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়েছিলেন। কোনো অন্য সমস্যা নেই, শুধু ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ায় সমাবেশ একদিন পিছিয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X