সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

রংপুর-লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
সংঘর্ষ ঠেকাতে পুলিশ মোতায়েন
expand
সংঘর্ষ ঠেকাতে পুলিশ মোতায়েন

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারি এলাকায় ভোট চাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দু'পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে জেলা প্রশাসন ও পুলিশ সুপার। পরিস্থিতি থমথমে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়ন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন।

এদিকে বিএনপি-জামায়াত সংঘর্ষে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র‍্যাব ও বিজিবি।

জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X