শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের শোকসভায় সপরিবারে তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
নাগরিক শোকসভা
expand
নাগরিক শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এই শোকসভায় সভাপতির দায়িত্ব পালন করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত আছেন। পাশাপাশি দেশের বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরাও শোকসভায় অংশ নিয়েছেন।

উপস্থাপনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পরই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমন্ত্রিতরা প্রবেশ শুরু করেন। সংসদ ভবনের ৬ নম্বর গেটে আগতদের ভিড় দেখা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X