

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “যারা আঘাত করেছে, তাদের উদ্দেশ্য স্পষ্টতই হত্যার চেষ্টা। নুরের অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নত হলেও এখনও সংকটজনক। তার মাথাসহ কয়েকটি স্থানে গুরুতর আঘাত রয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন, তবে তাকে এখনও নল দিয়ে তরল খাবার খাওয়ানো হচ্ছে। সুস্থ হতে সময় লাগবে, তাই তাকে দ্রুত বিদেশে পাঠানো দরকার।”
তিনি আরও বলেন, “যদি আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কেমন থাকবে, সেটাই বড় প্রশ্ন। আমি এটিকে কোনোভাবেই মেনে নিতে পারি না।”
এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানান, বিচার বিভাগীয় তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো উচিত।
মন্তব্য করুন

