

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের গভীর প্রত্যাশা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সারা দেশের মানুষ আশা নিয়ে তারেক রহমানের নেতৃত্বের দিকে নজর রাখছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশের এক কঠিন বাস্তবতায় তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরেছেন। এরই মধ্যে তিনি দূর থেকেই জাতির উদ্দেশে যে বার্তা দিয়েছেন, তা জনগণের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। মির্জা ফখরুলের ভাষ্য অনুযায়ী, মানুষের প্রত্যাশা এবার দেশে সত্যিকারের উদার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।
বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে নিহতদের গভীর সম্মানের সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে যেসব তরুণ ও শিশুরা আত্মত্যাগ করেছে, জাতি তাদের অবদান কখনো ভুলবে না।
সকাল ১১টায় হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমান উপস্থিত সাংবাদিক ও সম্পাদকদের আসনে গিয়ে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

