

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে জিয়া উদ্যান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের জন্য শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যাবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পরদিনই তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তার এ সফরকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে।
তার আগমনকে কেন্দ্র করে সাভার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেছেন। অনেকেই শুক্রবার থেকেই স্মৃতিসৌধমুখী মহাসড়কের আশপাশে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন।
এদিকে জাতীয় স্মৃতিসৌধ ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, শুক্রবার স্মৃতিসৌধ এলাকায় ৫০ হাজারের বেশি মানুষের সমাগম হতে পারে বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে, গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার সময় তারেক রহমানকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় বিপুল মানুষের উপস্থিতি দেখা যায়। পরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও একটি নিরাপদ, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় তুলে ধরেন।
মন্তব্য করুন

