শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যক্রম অব্যাহত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
জজ আদালত
expand
জজ আদালত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও নির্বাচন পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষে সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটির কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন বিচারিক কার্যক্রমে নিয়োজিত সিভিল জজ শুভ ইসলাম।

ইতোমধ্যে চাঁদপুর জেলায় বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জেলার ৫টি সংসদীয় আসনের কমিটি ঘোষণা করা হয়।

আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে গঠিত এই কমিটিতে চাঁদপুরে নিম্ন বর্ণিত বিচার বিভাগীয় কর্মকর্তাগণ দায়িত্ব পালন করবেন।

চাঁদপুর-১ : (কচুয়া) আসনে দায়িত্ব পালন করবেন চাঁদপুরের সিভিল জজ মো. সোহেল আহমেদ। চাঁদপুর-২ : (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে দায়িত্ব পালন করবেন সিভিল জজ শুভ ইসলাম।

চাঁদপুর-৩ : (সদর ও হাইমচর) আসনে দায়িত্ব পালন করবেন সিভিল জজ শম্পা ইসলাম। চাঁদপুর-৪ : (ফরিদগঞ্জ) আসনে দায়িত্ব পালন করবেন ফেনীর সিভিল জজ সবুজ হোসেন। চাঁদপুর-৫: (শাহরাস্তি ও হাজীগঞ্জ) আসনে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের সিভিল জজ নুরুল্লাহ সিদ্দিকী।

এছাড়াও নির্বাচনকালীন ও নির্বাচন পূর্ববর্তী সময়ে চাঁদপুর আদালত ভবনে উপরোক্ত স্ব স্ব সিভিল জজদের কার্যালয়ে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় এবং অভিযোগ বক্স।

গত ১১ ডিসেম্বর হতে শুরু করে নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত উল্লেখিত বিচারকরা মাঠপর্যায়ে নির্বাচন পূর্ব অপরাধের বিচার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X