

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে ফিরে লাখ লাখ মানুষের উপস্থিতিতে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে তার জন্য নির্ধারিত বিশেষ চেয়ার এড়িয়ে তিনি সাধারণ একটি চেয়ারে বসে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ দৃশ্য লক্ষ্য করা যায়। অনুষ্ঠানস্থলে তারেক রহমানের জন্য আলাদা ও রাজকীয়ভাবে সাজানো চেয়ার রাখা হয়েছিল, যেখানে ফোমে মোড়া সাদা কাপড়ের আরামদায়ক বসার ব্যবস্থা ছিল। কিন্তু তিনি সেখানে বসার পরিবর্তে সাধারণ চেয়ার বেছে নেন। পরে সামনে থাকা লাখো মানুষের দিকে হাত নাড়িয়ে অভিবাদন জানান।
তিনি রাজকীয় চেয়ার না নিয়ে সাধারণ চেয়ার আনার নির্দেশ দেন। এরপর পাশের একজন সিএসএফ (চেয়ারপারসন’স সিকিউরিটি ফোর্স) সদস্য একটি সাধারণ চেয়ার আনেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ পাশে দাঁড়িয়ে ছিলেন। মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের বাম পাশে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এর আগে লাখো জনতার মাঝ দিয়ে সংবর্ধনা মঞ্চের দিকে এগিয়ে যান তিনি। বিমানবন্দর থেকে তিনি রওনা দেন রাজধানীর ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলে। রাস্তায় উপস্থিত বিপুল জনতার ঢল মধ্য দিয়ে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে এগিয়ে যায় তারেক রহমানের বাস। পরে মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এসময় বিএনপির নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকেন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন। তারেক রহমানও বাসের মধ্যে থেকে হাত নেড়ে অভিবাদন জানাতে জানাতে এগিয়ে আসেন। বিমানবন্দর থেকে বের হয়ে দীর্ঘদিন ঘণ্টা পর মঞ্চে পৌঁছান তিনি।
মন্তব্য করুন

