শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতার মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব
expand
রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাকিব নিজ বাড়ির মুরগির ফার্মে গরম পানি প্রস্তুত করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনাটি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি ছিলেন একজন ভদ্র, মিশুক ও সংগঠনে সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার মৃত্যুতে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

ছাত্রদল নেতাকর্মীরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X