শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড গড়ার পর কমল স্বর্ণের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দামে সাময়িক স্থিতি এসেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিনিয়োগকারীরা মুনাফা তোলায় স্বর্ণের দামে সামান্য পতন ঘটে। দিনের শুরুর দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার অতিক্রম করে নতুন রেকর্ড গড়লেও পরে তা নেমে যায়। একইভাবে দীর্ঘ ঊর্ধ্বগতির পর রুপা ও প্লাটিনামের দামেও সংশোধন দেখা গেছে।

স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৯.৩৮ ডলারে লেনদেন হয়। সেশনের একপর্যায়তে দাম উঠে যায় ৪ হাজার ৫২৫.১৮ ডলারে, যা ইতিহাসের সর্বোচ্চ। অপরদিকে ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০২.৮ ডলার হয়।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, রেকর্ড উচ্চতার পর বাজারে স্বাভাবিক সংহতি ও মুনাফা তোলার প্রবণতা দেখা দিচ্ছে। তার মতে, নিম্ন সুদের হার ও বৈশ্বিক অনিশ্চয়তার সময় স্বর্ণের চাহিদা সাধারণত শক্তিশালী থাকে।

মার্কিন অর্থনীতিতে সুদ কমানোর প্রত্যাশাও স্বর্ণবাজারকে সমর্থন দিচ্ছে। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি এমন একজন ফেড চেয়ারম্যান চান, যিনি সুদের হার কমাতে আগ্রহী হবেন। চলতি বছরে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তিনবার সুদ কমিয়েছে এবং বিশ্লেষকদের ধারণা, আগামী বছর আরও দুই ধাপ সুদ কমতে পারে।

এদিকে রুপা সর্বোচ্চ ৭২.৭০ ডলার স্পর্শ করার পর কিছুটা কমলেও শেষ পর্যন্ত ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭১.৯৪ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের পূর্বাভাস, বছরের শেষ নাগাদ রুপার দাম ৭৫ ডলার পর্যন্ত উঠতে পারে। এ বছর এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে প্রায় ১৪৯ শতাংশ, যেখানে স্বর্ণ বেড়েছে ৭০ শতাংশেরও বেশি।

প্লাটিনাম সেশনে এক পর্যায়ে প্রতি আউন্স ২ হাজার ৩৭৭.৫০ ডলারে ওঠে, তবে পরে মুনাফা তুলতে যাওয়ায় ২.৪ শতাংশ কমে ২ হাজার ২২০.৪৪ ডলারে নেমে আসে। অন্যদিকে প্যালাডিয়াম তিন বছরের সর্বোচ্চ স্পর্শ করার পর ৯ শতাংশের বেশি কমে প্রতি আউন্স ১ হাজার ৬৮৩.৫৮ ডলারে দাঁড়িয়েছে।

দেশীয় বাজারেও নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X