শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, সাভারে চার স্তরের নিরাপত্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম
যে বাসে তারেক রহমান স্মৃতিসৌধে যাবেন
expand
যে বাসে তারেক রহমান স্মৃতিসৌধে যাবেন

আজ জুমার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে দেশে ফেরার পর আজই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান।

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ জুমার নামাজের পর তিনি তার বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।

সেখান থেকে সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

নিরাপত্তার বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থান নেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ট্রাফিক নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান শেষে গতকাল ২৫ ডিসেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X