

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।
বুধবার (২৪ ডিসেম্বর) রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তার পক্ষে ব্যক্তিগত সহকারী (পিএস) সানাউল্লাহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কেন্দ্রীয় নেতার মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যারিস্টার তৌফিকুর রহমান জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সৎ বোন আমেনা বেগমের নাতি এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি। তার এই পারিবারিক পরিচয় নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ব্যারিস্টার তৌফিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে কোনো বিধি লঙ্ঘন হয়নি।
নরসিংদী-৫ আসনে এই মনোনয়নপত্র সংগ্রহ ঘিরে আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
মন্তব্য করুন
