শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তিনশ ফিট সড়ক পরিষ্কার করছে বিএনপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পিএম আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম
আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে সড়ক পরিস্কার করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি
expand
আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে সড়ক পরিস্কার করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত জনসমাবেশ শেষে সৃষ্ট বর্জ্য পরিষ্কারে মাঠে নেমেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শুক্রবার সকালে দলের আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। দলীয় সূত্র জানায়, সকাল থেকেই ৩০০ ফুট মহাসড়ক (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে), এয়ারপোর্ট রোড ও এর আশপাশের এলাকায় জমে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হচ্ছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক এবং দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট নেতারা জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ বিষয়ে বিএনপির নেতারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষা ও নগর পরিচ্ছন্নতার বিষয়েও দলটি দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে। সমাবেশ শেষে বর্জ্য পরিষ্কারের এই উদ্যোগ সেই দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X