বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
হাসপাতালে যাচ্ছেন তারেক রহমান
expand
হাসপাতালে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর এভারকেয়ার হাসপাতালের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টা ১৮ মিনিটে তিনি সংবর্ধনাস্থল ত্যাগ করে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন।

এর আগে একই দিন সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে তারেক রহমান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সৃষ্টিকর্তার অশেষ দয়ায় তিনি আবার মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন।

তার বক্তব্যে তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যা একজন মায়ের চোখে নিরাপদ দেশ হিসেবে ধরা পড়ে। যেখানে মানুষ নিশ্চিন্তে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদে ফিরে আসতে পারবে।

তারেক রহমান বলেন, যেমন ১৯৭১ সালে জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালেও সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। তিনি বলেন, দেশের মানুষ এখন তাদের মত প্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X