বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
সোনার গহনা
expand
সোনার গহনা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যাচ্ছে। ইতিহাসে এই প্রথম এক আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রুপা ও প্ল্যাটিনামের দামও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম সামান্য বেড়ে প্রতি আউন্স প্রায় ৪ হাজার ৪৯৩ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে স্বর্ণের দাম এক পর্যায়ে প্রায় ৪ হাজার ৫২৫ ডলার স্পর্শ করে, যা নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি মাসের ডেলিভারির জন্য স্বর্ণের ফিউচারও বেড়ে প্রায় ৪ হাজার ৫২১ ডলারে পৌঁছায়।

একই দিনে রুপার দাম প্রায় ১ শতাংশের বেশি বেড়ে প্রতি আউন্স ৭২ ডলারের ঘরে উঠে আসে। এর আগে রুপার দাম প্রায় ৭২ দশমিক ৭ ডলারে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়ে।

অন্যদিকে প্ল্যাটিনামের দাম এক লাফে ৩ শতাংশের বেশি বেড়ে প্রতি আউন্স প্রায় ২ হাজার ৩৫১ ডলারে দাঁড়ায়, যা দিনের এক পর্যায়ে প্রায় ২ হাজার ৩৭৮ ডলার ছুঁয়েছিল। প্যালাডিয়ামের দামও প্রায় ২ শতাংশ বেড়ে প্রায় ১ হাজার ৯০০ ডলারে পৌঁছেছে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর প্রতি আগ্রহ বেড়েছে। পাশাপাশি আগামী বছরে যুক্তরাষ্ট্রে সুদের হার কমতে পারে—এমন ধারণাও স্বর্ণ ও রুপার দামে উত্থানকে আরও জোরালো করেছে।

বাজার বিশ্লেষক ইলিয়া স্পিভাকের মতে, বছরের শেষ দিকে বাজারে লেনদেন কম থাকায় দামের এই বৃদ্ধি কিছুটা অতিরিক্ত মনে হতে পারে। তবে তিনি ধারণা করছেন, আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে স্বর্ণের দাম ৫ হাজার ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭০ শতাংশেরও বেশি বেড়েছে, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধির একটি। কেন্দ্রীয় ব্যাংকগুলোর বড় অঙ্কের ক্রয়, সুদের হার কমার প্রত্যাশা, ডলারের দুর্বলতা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগ প্রবাহ—সব মিলিয়ে এই ঊর্ধ্বগতি তৈরি হয়েছে।

একই সময়ে রুপার দাম ১৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগ চাহিদা বাড়া, গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে স্বীকৃতি পাওয়া এবং ক্রয়ের গতি ত্বরান্বিত হওয়ায় রুপার দাম বৃদ্ধির হার স্বর্ণকেও ছাড়িয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X