বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি তাদের সর্বশেষ কর্মসূচি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দেশব্যাপী জুমার নামাজের পরপরই বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ঢাকার পাশাপাশি সারাদেশের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া, বিজ্ঞপ্তিতে অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনায় অংশ নিতে অনুরোধ করা হয়েছে—মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় স্থানে দেশনেত্রীর আরোগ্য কামনায় প্রার্থনা করার আহ্বান জানানো হয়।

অন্যদিকে, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে স্থানান্তরের প্রস্তুতি চলছে। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ রাতেই তাকে বিদেশে নেওয়া হতে পারে।

বেগম জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন টানা ১২ দিন ধরে। এর মধ্যে ৮ দিন তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কামুক্ত নন। চিকিৎসকরা জানান, তিনি প্রয়োজনে সাড়া দিচ্ছেন এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালের মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল রাখতে মেকানিক্যাল ভেন্টিলেশনের সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি কিডনির কার্যক্রম সচল রাখতে নিয়মিত ডায়ালাইসিস করা হচ্ছে।

২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৭ নভেম্বর থেকে সিসিইউতে রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X