বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গণফোরাম-গণঅধিকার ঘুরে বিএনপিতে রেজা কিবরিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ এএম আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পিএম
বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া
expand
বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

সোমবার বেলা ১১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এর আগে রেজা কিবরিয়া গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গণঅধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি ঘোষিত ২২৭ আসনের প্রার্থী তালিকায় হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এর আগে, তিনি গণফোরামে যোগ দিয়ে পরে দলটির সাধারণ সম্পাদক হন। তাকে কেন্দ্র করে গণফোরাম দুই ভাগে বিভক্ত হলে তিনি নুরুল হক নুরের সঙ্গে ‘গণঅধিকার পরিষদ’ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ওই দলেও বিভক্তি দেখা দিলে তিনি ‘আমজনতার দল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X