মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির কাছে শরিকদের দাবি ১৬৮ আসন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
expand
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে ১৬৮ আসনে মনোনয়ন চেয়েছে মিত্র দলগুলো।

ইতিমধ্যে নিজ নিজ দলীয় প্রার্থীদের তালিকাও দিয়েছে তারা। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

তবে নানান জটিলতার কারণে এ বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেননি দলগুলোর নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর জন্য কয়টি আসন দেওয়া হবে, তা চূড়ান্ত করেনি বিএনপি।

ফলে অনাস্থা বাড়ছে মিত্রদের মধ্যে। আসনের বিষয়টি ঝুঁলে থাকায় প্রচারে নামতে পারছে না দলগুলো নেতারা।

বিএনপির তৃণমূলের সঙ্গে দূরত্বও বাড়ছে। তফসিল ঘোষণার আগে আসন বণ্টনের বিষয়টি সুরাহা চায় দলগুলো।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে বলে মিত্ররা ধারণা করছে। তারা বলছে, এর আগেই প্রার্থিতা চূড়ান্ত না হলে জটিলতা বাড়বে।

কিন্তু এর আগেই মাঠ পর্যায়ে দলীয় কর্মকাণ্ড, প্রতীকের ব্যবহারসহ নানান ইস্যুতে দ্বিধায় রয়েছে বিএনপি। ফলে আসন বণ্টনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

নানান জটিলতার মুখে রয়েছে বিএনপি। ফলে মিত্রদের চাওয়ার বিষয়টি নিয়ে সমাধানে আসতে পারছে না। যারা দলীয় সবুজ সংকেত পেয়েছেন, তারা ছাড়াও বিএনপির আলোচিত অনেক নেতা মাঠ পর্যায়ে শোডাউন, প্রচার, গণসংযোগের পাশাপাশি লবিং-তদবিরে ব্যস্ত।

বেশ কিছু আসনের প্রার্থী নিয়ে দলে অস্বস্তিও আছে। এ সব কারণে মিত্ররাও মাঠে অবস্থান শক্ত করতে না পারায় তাদের মধ্যেও উদ্বেগ রয়েছে।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা একাধিক দলের নেতার সঙ্গে কথা হয়েছে।

১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘আপনিতো জানেন আমরা এ বিষয়ে দীর্ঘ সময় যাবত বিএনপির সঙ্গে আলোচনা করে যাচ্ছি।

জোটের প্রার্থী তো অনেক। তবে বাস্তবতা মেনে বিচার বিশ্লেষণ করে আমরা মোট ২১টি আসনের তালিকা বিএনপির কাছে জমা দিয়েছি।’

এখনও কোনও জবাব বা সিদ্ধান্ত পাননি জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সময়ক্ষেপন না করে বিএনপি বিষয়টির সুবিবেচনাসূলভ সিদ্ধান্ত নেবে এবং তা দ্রুত। এতে আমাদের ও বিএনপির সবার জন্যই মঙ্গলজনক হবে।’

জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে মিত্র দল ও জোট নেতাদের অনানুষ্ঠানিকভাবে মনোনয়ন নিয়ে বৈঠক হয়েছে।

আসন ছাড়ের বিষয়ে দ্রুত ঘোষণা চেয়েছেন তারা। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরাও তাদের চাওয়া আসনে সক্রিয় থাকায় জটিলতা বাড়ছে। যদিও বিএনপি জানিয়ে দিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

জোটের আসন নির্ধারণে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে তালিকা বিএনপির কাছে জমা দিয়েছি। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

সূত্রগুলো জানিয়েছে, গণঅধিকার পরিষদ ২৫, গণফোরাম ১৬, গণতান্ত্রিক বাম ঐক্য ১৯, এলডিপি ১৩, রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া ৬ দলীয় জোট এবং গণতন্ত্র মঞ্চের বাকি পাঁচ দল ৪০, ১২ দলীয় জোট ২১, বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) ৪, জাতীয়তাবাদী সমমনা জোট ৯, এনডিএম ১০ জন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ৫ এবং বাংলাদেশ লেবার পার্টি ছয়টি আসনে মনোনয়ন চেয়েছে।

সবমিলিয়ে বিএনপির মিত্র দলগুলো ১৬৮ জনের প্রার্থী তালিকা জমা দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও তাদের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসেনি দলটি।

সংশ্লিষ্টরা বলছেন, আরপিও সংশোধনের কারণে জোট করলেও নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে দলগুলোকে। নিজস্ব প্রতীকে জেতা কঠিন হবে অনেক দলের। অনেক আসনে দলীয় হেভওয়েট প্রার্থী আছে।

এর পাশাপাশি তৃণমূলে নিজেদের সক্ষমতাও যাচাই চলছে। সবমিলিয়ে নানান জটিলতার মুখে রয়েছে বিএনপি। ফলে মিত্রদের চাওয়ার বিষয়টি নিয়ে সমাধানে আসতে পারছে না।

যারা দলীয় সবুজ সংকেত পেয়েছেন, তারা ছাড়াও বিএনপির আলোচিত অনেক নেতা মাঠ পর্যায়ে শোডাউন, প্রচার, গণসংযোগের পাশাপাশি লবিং-তদবিরে ব্যস্ত।

বেশ কিছু আসনের প্রার্থী নিয়ে দলে অস্বস্তিও আছে। এ সব কারণে মিত্ররাও মাঠে অবস্থান শক্ত করতে না পারায় তাদের মধ্যেও উদ্বেগ রয়েছে।

জমিয়তে ওলামায়ে ইসলামের নায়েবে আমির মাওলানা জোনায়েদ আল হাবিব বলেন, ‘আমরা বিএনপির কাছে আমাদের তালিকা দিয়েছি।

দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদের সাথে আমাদের বৈঠক ও আলোচনা চলমান আছে। দেখা যাক বিএনপি কি সিদ্ধান্ত দেয়। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন