

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, জনগণ সমর্থন দিলে ভবিষ্যতে দেশ পরিচালনার শীর্ষ দুই পদে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দেখতে চান তিনি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আশা ব্যক্ত করেন।
লালু বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বড় ব্যবধানে বিজয়ী করতে সবাইকে ধৈর্য ধরে সংগঠিত থাকতে হবে।
দলের শীর্ষ নেতার সাম্প্রতিক দিকনির্দেশনাগুলো অনুসরণ করে জনসমর্থন আরও দৃঢ় করার পরামর্শও দেন তিনি।
সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
মন্তব্য করুন
