মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: লালু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু
expand
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, জনগণ সমর্থন দিলে ভবিষ্যতে দেশ পরিচালনার শীর্ষ দুই পদে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দেখতে চান তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আশা ব্যক্ত করেন।

লালু বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বড় ব্যবধানে বিজয়ী করতে সবাইকে ধৈর্য ধরে সংগঠিত থাকতে হবে।

দলের শীর্ষ নেতার সাম্প্রতিক দিকনির্দেশনাগুলো অনুসরণ করে জনসমর্থন আরও দৃঢ় করার পরামর্শও দেন তিনি।

সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন