বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে আওয়ামী লীগ নেতা স্বাধীন মাস্টার আটক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:৪৩ পিএম
আব্দুর রহিম স্বাধীন
expand
আব্দুর রহিম স্বাধীন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলায় জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) সহ-সভাপতি আব্দুর রহিম স্বাধীন ওরফে স্বাধীন মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা সেই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং পৌর শহরের নিচাবাজার এলাকার বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এই বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৫ই আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সময়ে তার নামে জয়পুরহাট সদর থানায় তার নামে কয়েকটি মামলা হয়। এর মধ্যে হত্যা ও হত্যা চেস্টায় মামলা গ্রেপ্তার করে জয়পুরহাট সদর থানায় প্রেরণ করা হয়েছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা তাকে আটক করে জয়পুরহাট থানায় প্রেরণ করেছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X