শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মী মিজান গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মী মিজান গ্রেফতার
expand
নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মী মিজান গ্রেফতার

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী মিজানকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে, নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা।

তাদের বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু কর্মী সেখানে হাজির হয়ে উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করে।

এ সময় তাদের উদ্দেশ্য করে ‘জয় বাংলা’, ‘রাজাকার’, ‘টের পাইছে’সহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আওয়ামী লীগের কর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন