

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, সরকারের তিন উপদেষ্টার কর্মকাণ্ড নির্বাচন ও গণভোট প্রক্রিয়ার নিরপেক্ষতাকে বাধাগ্রস্ত করছে।
তাঁর ভাষায়, এই দিকনির্দেশনাহীন অবস্থানই আট দলীয় জোটকে আশ্বস্ত করতে পারছে না, যার ফলে রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ৮ দল হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে।
পরওয়ার বলেন, “সব তথ্য সব সময় প্রকাশ করা যায় না। তবে প্রয়োজনে ওই তিন উপদেষ্টার পরিচয় ও প্রমাণ আমরা সামনে আনব।”
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে এখনো দলীয় প্রভাব বিদ্যমান। এই পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হওয়াটা স্বাভাবিক বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত নেতা জানান, আট দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে— সমান প্রতিযোগিতার পরিবেশ না তৈরি হলে আন্দোলন চলতেই থাকবে।
তাঁর মতে, সরকারের দায়িত্ব হলো ভোটকে নিরপেক্ষ পর্যায়ে নিয়ে যাওয়া, অন্যথায় পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে পরওয়ার জানান, জোটের তিনটি প্রধান দাবি এখনো পূরণ হয়নি- ১) লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তোলা, ২) ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার, ৩) প্রশাসনে দলীয় তৎপরতা বন্ধ করা।
তিনি বলেন, এই বিষয়গুলো ঘিরেই আট দলীয় স্টিয়ারিং কমিটি পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবে।
এ ছাড়া গণভোট প্রসঙ্গে জোটের নেতারা বলেন, তারা জুলাই সনদের ভিত্তিতে প্রস্তাবিত আইনগত সংস্কারের পক্ষে অবস্থান আগেই জানিয়েছে। ভোটারদের সামনে এসব সংস্কারের ব্যাখ্যা সহজভাবে তুলে ধরার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান পরওয়ার।
তাঁর দাবি, প্রচারমাধ্যম ও উন্মুক্ত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কেন এসব সংস্কার প্রয়োজন, তা জনগণকে পরিষ্কারভাবে জানাতে হবে—নইলে ভোটারদের বহু অংশ বিষয়টি বুঝতে পারবেন না।
মন্তব্য করুন
