রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রেললাইনে গাছ ফেলে নাশকতার আশঙ্কা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
শুক্রবার গভীর রাত থেকে শনিবার (১৫ নভেম্বর) ভোরের মধ্যে ঢেমশা ইউনিয়নের কালিয়াপুকুর এলাকার রেলপথে এ অবস্থার সৃষ্টি হয়
expand
শুক্রবার গভীর রাত থেকে শনিবার (১৫ নভেম্বর) ভোরের মধ্যে ঢেমশা ইউনিয়নের কালিয়াপুকুর এলাকার রেলপথে এ অবস্থার সৃষ্টি হয়

চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনের ওপর গাছ ফেলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার (১৫ নভেম্বর) ভোরের মধ্যে ঢেমশা ইউনিয়নের কালিয়াপুকুর এলাকার রেলপথে এ অবস্থার সৃষ্টি হয়।

ভোরে কর্মীরা রেললাইনের ওপর গাছ পড়ে থাকার খবর পান। এরপর দ্রুত রেলের নিরাপত্তা কর্মীরা গিয়ে গাছ অপসারণ করেন। এ কারণে রোববার (১৬ নভেম্বর) ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।

রেলওয়ে কর্তৃপক্ষের তথ্যমতে, সাতকানিয়া রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে গাছের ডালপালা ছড়িয়ে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। বিষয়টি সকালে নজরে আসে এবং অল্প সময়ের মধ্যেই ডালপালা সরিয়ে লাইন স্বাভাবিক করা হয়।

কর্তৃপক্ষ জানায়, রাত ১১টার দিকে কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস সাতকানিয়া অতিক্রম করে। এরপর থেকে আজ সকাল ৬টার মধ্যবর্তী সময়ে কোনো একসময় রেলপথে গাছ ফেলে যায় কেউ।

ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে ছাড়ার কথা থাকা ‘কক্সবাজার এক্সপ্রেস’ নির্ধারিত সময়ের বদলে সকাল ৭টার দিকে স্টেশন পার হয়। এর আগেই রেললাইন পরিষ্কার হওয়ায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রেলওয়ে পুলিশ বলছে, কে বা কারা রাতে রেললাইনের ওপর গাছ ফেলে অদৃশ্য হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তা পরিষ্কার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মং ইউ মারমা জানান, লাইন বর্তমানে সম্পূর্ণ সচল আছে। ঘটনার উৎস ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন