শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে: গোলাম পরওয়ার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
expand
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের মধ্যে পূরণ না হলে দলটি কঠোর কর্মসূচিতে যাবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে দাবিনামা জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল। বৈঠকের সময় প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে এবং আমাদের সব দাবি বিস্তারিতভাবে জানানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আমরা ১১ তারিখ পর্যন্ত সময় দিচ্ছি। যদি এর মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হয়, তাহলে ঢাকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নেবে।

তিনি ইঙ্গিত দেন, সরকারের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করেই জামায়াতের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন