

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই সনদ বাস্তবায়ন ও পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত যুগপৎ আন্দোলনের শীর্ষ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের আমির মাওলানা মামুনুল হক।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সংবাদ সম্মেলনে বলেন, “আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। গণভোট নির্বাচন দিনের আগে বা পরে নয়, বরং এর মাধ্যমেই সনদের আইনি ভিত্তি দিতে হবে।”
তিনি আরও জানান, “একটি দল হঠাৎ করে ভিন্ন অবস্থান নিয়েছে, আমরা আশা করছি তারা দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করবে।”
মাওলানা মামুনুল হক বলেন, “দেশ এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দোরগোড়ায়। কিন্তু জনগণ যে পরিবর্তনের আশায় জুলাই সনদে স্বপ্ন দেখেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। এই আট দলের পাঁচ দফা দাবি পূরণের লড়াই চলবে। আমরা চাই নির্বাচনের আগেই পৃথকভাবে গণভোটের মাধ্যমে জুলাই সনদ কার্যকর হোক।”
তিনি জানান, আগামী ৬ নভেম্বর সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশের উদ্দেশ্যে গণমিছিল অনুষ্ঠিত হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, জামায়াতের এএইচএম হামিদুর রহমান আযাদ, নেজামী ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের এবং জাগপার মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।
বৈঠকে অংশ নেওয়া আট দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ডেভেলপমেন্ট পার্টি।
মন্তব্য করুন
