রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতকে বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে সব দল নির্বাচন করবে: সুব্রত চৌধুরী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:০৭ এএম আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বক্তব্য রাখেন
expand
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বক্তব্য রাখেন

অন্তর্বর্তী সরকারকে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার আহ্বান জানিয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

শনিবার বিকালে রাজধানীর পল্টনের প্রধান কার্যালয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সমসাময়িক বিষয়ের ওপর গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করে বলেন, দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।

কারণ জামায়াত বারবার তাদের খোলস বদলিয়ে জনগণকে বোকা বানাতে চায়।

সুব্রত চৌধুরী বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করেছে। গণফোরাম মুক্তিযুদ্ধ ও ’৭২-এর সংবিধানকে সমুন্নত রেখে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছিল।

এসময় দলটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, আমরা জুলাই সনদ তৈরিতে ঐকমত্য কমিশনকে একটি বছর সময় দিয়েছি এবং শর্তসাপেক্ষে সনদে স্বাক্ষরও করেছি। কিন্তু দেশবাসীকে হতাশ করে তারা চূড়ান্ত প্রস্তাবিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য দেয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, শাহ মফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামিম, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, তথ্য ও গণমাধ্যম সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর, শ্রমবিষয়ক সম্পাদক মুজিবুর রহমান শিবলু, প্রশিক্ষণ সম্পাদক মো. আশরাফ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ, মহিলাবিষয়ক সম্পাদক খনিয়া খানম ববি, মহিলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাগরিকা ইসলাম প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন