

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, গত ৫৩ বছরে যারা দেশ পরিচালনা করেছে—তারা কেউই স্বাধীনতার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সফল হয়নি। বরং দেশকে পাঁচবার দুর্নীতিতে প্রথম করে দিয়েছে তারা।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর উপজেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর রেজাউল করীম বলেন, “বিএনপির আমলে দেশ তিনবার দুর্নীতিতে শীর্ষে উঠেছিল। আওয়ামী লীগের আমলেও একই অবস্থায় পৌঁছেছে দেশ। স্বাধীনতার মূল লক্ষ্য—সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার—এগুলো এখনো বাস্তবায়িত হয়নি।”
তিনি আরও বলেন, “যারা এ পর্যন্ত দেশ চালিয়েছে, তারা জনগণের আস্থা রক্ষা করতে পারেনি। দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারই এখন রাজনীতির চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মোস্তফা কামাল ও জেলা শাখার সেক্রেটারি জিএম তাওহিদ আনোয়ার প্রমুখ।
সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং স্বৈরাচারী রাজনীতির সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়।
মন্তব্য করুন
