শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লাঙ্গল কার? জাপা-জাতীয় লীগসহ চতুর্মুখী লড়াই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীককে ঘিরে নতুন রাজনৈতিক টানাটানি শুরু হয়েছে। দলের বিভিন্ন অংশের মধ্যে প্রতীক নিয়ে বিরোধের সঙ্গে নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে—এবার লাঙ্গলের আদি দাবিদার বাংলাদেশ জাতীয় লীগও অংশ নিচ্ছে।

নির্বাচনী কমিশনের (ইসি) নিবন্ধন পেলে তারা লাঙ্গল প্রতীক ফিরে পেতে চাইবে, ফলে জাপা এবং অন্যান্য অংশের মধ্যে চতুর্মুখী লড়াই গড়ে উঠতে পারে।

জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “নিবন্ধন প্রথা চালু হওয়ার পর থেকে লাঙ্গল প্রতীক জাতীয় পার্টির। কোনো নিবন্ধিত দল এখন দাবি করলে তাদের অন্য প্রতীক নিতে হবে। কোনো জটিলতা থাকলে আইনিভাবে মোকাবিলা করা হবে।”

বাংলাদেশ জাতীয় লীগের দাবি, তারা লাঙ্গল প্রতীকের প্রকৃত আদি অধিকারী। দলটির নেতারা জানান, ১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর দলটি লাঙ্গল প্রতীকের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে।

প্রতিষ্ঠাতা আতাউর রহমান খান ও পরবর্তীতে অধ্যাপক মফিজুল ইসলাম এই প্রতীকের সঙ্গে সংসদে নির্বাচিত হয়েছেন। ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক হলেও জাতীয় লীগ প্রতীক পুনঃপ্রাপ্তির সুযোগ পায়নি।

এদিকে, জাপার ভেতরে ইতিমধ্যে প্রতীক নিয়ে বিভাজন আছে। জি এম কাদেরপন্থি, রওশন এরশাদপন্থি ও আনিসুল ইসলাম মাহমুদপন্থি—এই তিন অংশই লাঙ্গল প্রতীকের দাবি জানাচ্ছে।

নির্বাচন কমিশন প্রধান এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিভিন্ন পক্ষের দাবির কারণে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রকৃত অধিকারী নির্ধারণে বিভ্রান্তি দেখা দিয়েছে।

জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম জানিয়েছেন, “দলের নিবন্ধন ও লাঙ্গল প্রতীক বর্তমানে চেয়ারম্যান জি এম কাদেরের নামে বহাল আছে।

অন্যদের দাবি আইনিভাবে গ্রহণযোগ্য নয়।” তবে জাতীয় লীগের নেতারা দৃঢ়ভাবে দাবি জানিয়েছেন, তাদের আদি অধিকার লাঙ্গল প্রতীক।

নির্বাচনী কমিশনের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ প্রক্রিয়া পূর্ণ হলে এই বিতর্কের সমাধান হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

তবে রাজনৈতিক ময়দানে লাঙ্গল প্রতীকের চারপাশে চতুর্মুখী লড়াই অব্যাহত থাকবে বলে মনে করছে বিশ্লেষকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন