রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস, ‘চাঁদাবাজ-ভুয়া’ ‘চাঁদাবাজ-ভুয়া’ স্লোগান

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
ঢামেকে এসে তোপের মুখে পড়েন মির্জা আব্বাস
expand
ঢামেকে এসে তোপের মুখে পড়েন মির্জা আব্বাস

সন্ত্রাসীদের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরীফ ওসমান হাদীকে দেখতে গিয়ে জনতার তোপের মুখে পড়েছেন একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঢামেকের জরুরি বিভাগে আহত হাদীকে দেখে বাইরে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতা ‘আব্বাস-ভুয়া, চাঁদাবাজ-ভুয়া, সন্ত্রাসী-আব্বাসসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

তখন বিক্ষুব্ধ জনতা তার গাড়ি অবরুদ্ধ করে রাখে। এ সময় তার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ছিলেন।

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিলে তিনি হাসপাতাল চত্বর থেকে বের হতে সক্ষম হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X