রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন যাচাইয়ে রাজউকের জরুরি পরিদর্শন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া ও দেয়ালে ফাটল দেখা দেওয়ার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মাঠে নেমেছে। রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার দল ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো সরেজমিনে পরীক্ষা করে দেখেছে।

পরিদর্শনে বাড্ডার আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ ভবনটি বিশেষভাবে নজরে আসে। ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত ছিল এবং সতর্কতামূলক সাইনবোর্ডও স্থাপন ছিল। নতুন ভূমিকম্পে ভবনটির ক্ষতি বাড়ায় রাজউক তাৎক্ষণিকভাবে ভবনটি সিলগালা করে বন্ধ ঘোষণা করে।

গুলশানের একটি ১০তলা ভবনের কলামে নতুন ফাটল ধরা পড়ায় সেখানকার সুইমিংপুলের পানি দ্রুত অপসারণ করা হয়, যাতে অতিরিক্ত চাপ থেকে কোনো ঝুঁকি না তৈরি হয়।

এ ছাড়া টিকাটুলি, ওয়ারী, মুগদা ওয়াসা রোড, কাফরুল, আগারগাঁও ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এলাকার বেশ কয়েকটি ভবনের ফাটলের তথ্য পেয়ে সেগুলোও পর্যবেক্ষণ করে রাজউক। সংশ্লিষ্ট ভবনগুলোর জন্য ১৫ দিনের মধ্যে বিস্তারিত ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (DEA) তৈরি করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমিকম্পে ক্ষতির মাত্রা আরও স্পষ্টভাবে বোঝার জন্য রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম সোমবার সকাল ১০টায় আরমানিটোলায় রেলিং ভেঙে পড়া ভবন, বাড্ডার আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন