

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহিষের মাংস কেনার জন্য শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলি এলাকায় গিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি ও তার মা নুসরাত বেগম।
সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে তারা নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি শুরু হয়।
ভবনের উপরের অংশ থেকে রেলিং ভেঙে নিচে দাঁড়ানো ক্রেতাদের ওপর পড়ে গিয়ে দু’জনই মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা রাফিকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নুসরাত বেগমকে হাসপাতালে ভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখনও জানেন না যে তার ছেলে আর বেঁচে নেই।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম খান জানান, নুসরাত গুরুতর মাথার আঘাত পেয়েছেন এবং তাকে সেলাই দিতে হয়েছে।
তার অবস্থা স্থিতিশীল কিনা তা জানতে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। এখনই তাকে রাফির মৃত্যুসংবাদ দেওয়া হয়নি, কারণ এমন আঘাতের মধ্যে এ খবর তিনি সহ্য নাও করতে পারেন।
মন্তব্য করুন
