শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ভূমিকম্পে ৫ জন নিহত, আহত দেড় শতাধিক

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
বিধ্বস্ত বাড়ির সামনে জনতার ভিড়
expand
বিধ্বস্ত বাড়ির সামনে জনতার ভিড়

নরসিংদীতে শুক্রবার সকালে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যু এবং দেড় শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা জানা গেছে। সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, সকাল ১০টা ৩৮ মিনিটে সদর উপজেলার মাধবদী–ঘোড়াশাল এলাকায় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল।

হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে ভবনগুলো কাঁপতে শুরু করলে মানুষজন দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়ে।

প্রায় ২৫ সেকেন্ড স্থায়ী কম্পনে সদর উপজেলার গাবতলী এলাকায় নির্মাণাধীন সাততলা ভবনের ছাদ থেকে ইটখণ্ড পড়ে তিনজন আহত হন, দেলোয়ার হোসেন (৩৭), তার শিশু সন্তান ওমর ফারুক (৮) এবং আরেকজন পরিচয়হীন ব্যক্তি।

গুরুতর আহত দেলোয়ার ও ওমরকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর দুজনই মারা যান।

তারা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা হলেও গাবতলীতে ভাড়া থাকতেন।

পলাশ উপজেলায় মালিতা গ্রামের কাজম আলী ভূইয়া (৭০), ডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন (৫০) এবং শিবপুর উপজেলার ফুরকান মিয়া (৪২) বিভিন্ন দুর্ঘটনায় গুরুতর আহত হন। ফুরকান মিয়া চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যান।

শিবপুরের ইউএনও মোছা. ফারজানা ইয়াছমিন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সদর হাসপাতাল ও জেলা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা নিয়েছেন দেড় শতাধিক আহত। তাদের মধ্যে প্রায় ৫৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

ভূমিকম্পে নরসিংদী শহরের বহু ভবনে ফাটল দেখা গেছে। পলাশের নতুন বাজার এলাকায় ইশাক মিয়ার একটি বাড়ি ধসে গিয়ে বড় ধরনের ক্ষতি হয়েছে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লাগে এবং বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। কেন্দ্রের বিভিন্ন ভবনেও ফাটল সৃষ্টি হয়েছে। এমনকি শীতলক্ষ্যা নদীর ওপর পুরাতন রেলসেতুতেও ক্ষতির চিহ্ন পাওয়া গেছে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস শহীদ জানান, তাদের দুইটি ইউনিট ৩০ মিনিটের প্রচেষ্টায় সাবস্টেশনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার পর বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। পুলিশ সুপার বলেন, বিভিন্ন এলাকায় আহত হওয়া মানুষের খবর পাওয়া গেছে এবং পুলিশ পরিস্থিতি মোকাবিলায় পাশে রয়েছে।

নরসিংদীর সিভিল সার্জন ড. সৈয়দ আমিরুল হক শামীম জানান, এখন পর্যন্ত অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে দেলোয়ার হোসেনের মৃত্যুর বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন