শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে তিন জেলায় নিহত বেড়ে ৬

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত তীব্র ভূমিকম্পে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন পুরান ঢাকা, ২ জন নারায়ণগঞ্জ ও ১ জন নরসিংদীর বাসিন্দা। এ ছাড়া আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।

ঢাকা

পুরান ঢাকার বংশালে পাঁচতলা একটি বাড়ির রেলিং ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী ঘটনাটি নিশ্চিত করেন।

প্রাণহানিদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে ভূমিকম্পের ধাক্কায় একটি পুরোনো দেয়াল ধসে মা–মেয়ে চাপা পড়েন। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয় এবং আহত মেয়েকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

একই উপজেলার গোলাকান্দাইল ইসলামবাগ এলাকায় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে আরও এক শিশুর মৃত্যু হয়। শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নরসিংদী

নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়। তার বাবা দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। শিশুটির দুই বোন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওমরের চাচা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ামাত্র দেলোয়ার হোসেন সন্তানদের নিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছিলেন, তখনই সানসেটটি ধসে পড়ে।

সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়।

রাজধানীর কয়েকটি স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। পুরান ঢাকার আরমানিটোলায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

এদিন বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। পশ্চিমবঙ্গ, কলকাতা এবং পাকিস্তানের কয়েকটি অঞ্চলে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন