সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের ওপরই নির্ভর করছে দেশের গণতন্ত্র: কমিশনার আনোয়ারুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার
expand
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনকে ‘জিহাদ’ হিসেবে গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রবিবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। কর্মশালার বিষয় ছিল— ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’।

কমিশনার আনোয়ারুল বলেন, দেশের মানুষ একটি নির্ভরযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। আসন্ন জাতীয় নির্বাচনের ওপরই নির্ভর করছে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ।

তিনি আরও বলেন, অতীতে নানা বিতর্কের কারণে আমরা অনেক সময় সমালোচিত হয়েছি। এবার সেই অতীতের দাগ মুছে দিতে চাই। একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই আমরা কাজ করছি।

তার মতে, সুষ্ঠু ভোট আয়োজন শুধু কমিশনের পক্ষে সম্ভব নয়—প্রশাসন, পুলিশ, মাঠপর্যায়ের কর্মকর্তা ও সাধারণ মানুষের সক্রিয় ভূমিকা জরুরি।

প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় কোনো ভয় বা চাপে না পড়ে আইন অনুযায়ী কাজ করতে হবে। তাহলেই একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব আব্দুল হালিম খান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা প্রশাসক আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খান এবং জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন