সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাবির রেজিস্ট্রার ও জিএস আম্মারের তর্কের ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:৫৭ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে জিএস সালাহউদ্দিন আম্মারের বাগবিতণ্ডা। ছবি: ভিডিও থেকে নেওয়া
expand
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে জিএস সালাহউদ্দিন আম্মারের বাগবিতণ্ডা। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারের তর্কের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, রেজিস্ট্রার আম্মারকে বেয়াদব সম্বোধন করে রুম থেকে বের হয়ে যেতে বলেন। রবিবার রেজিস্ট্রার দপ্তরে এই ঘটনা ঘটে।

রেজিস্ট্রার বলেন, আম্মার সেখানে উপস্থিত সবাইকে চেনার পরও বিএনপির সঙ্গে যুক্ত বলে দাবি করে উত্তেজনা ছড়িয়েছিলেন। তাই তিনি আম্মারকে বের হয়ে যেতে বলেন।

ঘটনার পটভূমি হলো, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগ দাবি নিয়ে শিক্ষার্থীরা ২৩ দিন ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখেছেন। রাকসু প্রতিনিধি হিসেবে আম্মার শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের কাছে যান।

এ সময় রেজিস্ট্রার দপ্তরে গিয়ে তর্ক শুরু হয়। আম্মারের অভিযোগ, রেজিস্ট্রার তার চিঠি বিলম্ব করছেন, যা শিক্ষার্থীদের দাবি কার্যকর করার জন্য প্রয়োজন।

ভিডিওতে দেখা গেছে, আম্মার রেজিস্ট্রারের কক্ষে প্রবেশ করলে রেজিস্ট্রার তাকে ১০ মিনিট বসতে বললেও তিনি বিরোধিতা করেন।

উত্তেজনা বৃদ্ধি পেলে রেজিস্ট্রার চেয়ার থেকে উঠে আঙুল উঁচিয়ে ‘গেট আউট’ বলে বলেন।

রাকসু ভিপি ও শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর জাহিদ বলেন, এই ঘটনায় প্রশাসনের কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে। শিক্ষার্থীরা আর কারো দাস নয়, তাদের প্রতিনিধি এবং চিঠি আটকে রাখার মতো আচরণ অগ্রহণযোগ্য।

এ ব্যাপারে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রেজিস্ট্রার ও আম্মারের মধ্যে ধমক-ধমক চললেও সেখানে বিএনপির কেউ উপস্থিত ছিলেন না। তিনি বললেন, রাজনৈতিক নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো অনৈতিক।

এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী জানান, তারা রেজিস্ট্রারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তবে ভুল বোঝাবুঝি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন