

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’। শনিবার (৮ নভেম্বর) সকালে এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে পাকিস্তানি নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
এ সময় নৌবাহিনীর বাদকদল ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করে।
স্বাগত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করলে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ অভ্যর্থনা জানায়।
পাকিস্তানি জাহাজের ক্যাপ্টেন ও প্রতিনিধিদল সফরকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, বিএন ফ্লিটের কমান্ডার এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ সময় জাহাজের কর্মকর্তা, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসহ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি পরিদর্শন করবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ‘পিএনএস সাইফ’ জাহাজটি ঘুরে দেখবেন।
মন্তব্য করুন
