

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজধানী ঢাকাসহ গাজীপুরের বিস্তৃত অঞ্চলে আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে পরদিন শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত—মোট ২২ ঘণ্টা—গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ের মধ্যে কড্ডা, কোনাবাড়ি, জরুন, সুরাবাড়ি, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবোসহ আশপাশের সব এলাকায় গৃহস্থালি, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি ফিলিং স্টেশন গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস জানায়, রক্ষণাবেক্ষণ কাজ শেষে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন
