সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে বলল অন্তর্বর্তী সরকার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের 'করবী হলে' সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল
expand
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের 'করবী হলে' সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল

জুলাই সনদ নিয়ে যে মতভেদ তৈরি হয়েছে তা সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ঐকমত্য স্থাপন করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এক সপ্তাহের মধ্যে দলগুলো নিজেদের মধ্যে ঐকমত্য না হলে সরকার নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে আজ উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা জানান।

তিনি বলেন, “জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা হলেও এখনও কয়েকটি বিষয়ে মতভেদ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।”

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন করেছে। তাই জুলাই সনদ নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন আসিফ নজরুল।

তিনি আরও জানান, বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয় পুনর্ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন