

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরে জেলা প্রশাসকের সভাপতিত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার জেলা প্রশাসক হাছিনা বেগম।
সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা), জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এই ক্যাম্পেইন কেবল একটি কর্মসূচি নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার এক ঐকান্তিক প্রয়াস।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, টাইফয়েড টিকাদানে বিভাগের মধ্যে জামালপুর বর্তমানে প্রথম স্থানে রয়েছে। এই অর্জন জামালপুরবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফসল। স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় আমরা এই সাফল্য পেয়েছি।
সভার মূল অঙ্গীকার ছিল- জামালপুরের প্রতিটি শিশুকে টিকার মাধ্যমে টাইফয়েড থেকে নিরাপদ রাখা।
সভায় উপস্থিত কর্মকর্তারা একমত হন যে, টিকাদানের এই উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি একটি প্রতিজ্ঞা- সুস্থ, সচেতন ও টিকাসুরক্ষিত প্রজন্ম গড়ে তোলার।
শেষে জেলা প্রশাসক হাছিনা বেগম সকলকে আহ্বান জানান, চলুন, টিকাদানে অংশ নেই- সবার জন্য নিরাপদ ও সুস্থ আগামী নিশ্চিত করি।
মন্তব্য করুন