রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উপহারের ‘নৌকা’ নিয়ে বিপাকে উপদেষ্টা ফাওজুল কবির!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও উপহার পাওয়া নৌকা। ছবি : সংগৃহীত
expand
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও উপহার পাওয়া নৌকা। ছবি : সংগৃহীত

আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতীক যেহেতু নৌকা এজন্য উপহারটি নিয়ে অনেকটা বিপাকে পড়েছেন উপদেষ্টা।

ফাওজুল কবির শনিবার (১ নভেম্বর) রাতে ফেসবুকে নিজেই বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে তিনি জানতে চান উপহারটি এখন কী করবেন?

ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, ‘গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নে প্রধান অতিথি হিসেবে যোগ দিই। সেখানে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যে আমি তা গ্রহণ করি। এতে দূতাবাসের নাম লেখা আছে, যার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো সম্পর্ক নেই।’

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘এখন আমি এটি আলজেরিয়া দূতাবাসে ফেরত পাঠাতে পারি, তবে তা অসৌজন্যমূলক মনে হতে পারে। সরকারি তোশাখানায় জমা দিতে পারি, যদিও এটি খুব মূল্যবান নয়। শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি, কিংবা নিজেই রেখে দিতে পারি। পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব।’

শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ ফাওজুল কবির খান। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানেই উপদেষ্টাকে নৌকাটি উপহার হিসেবে দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন