

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসছেন ইসলামিক বক্তা ডা. জাকির নায়েক। তবে তার আগমনকে ভালো চোখে দেখছে না ভারত। গত ৩০ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বাংলাদেশকে বার্তা দিয়েছিলেন, নায়েক যদি বাংলাদেশে আসেন, তার বিষয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যবস্থা নিক।
এবার এই মন্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বর্তমানে মালয়েশিয়ায় থাকা জাকির নায়েকের বাংলাদেশ সফর সম্ভবত ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। তিনি ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানটি আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এবং স্থান হতে পারে আগারগাঁও এলাকা।
ভারতের পক্ষ থেকে সম্প্রতি বলা হয়েছিল, নায়েক ভারতের কাছে পলাতক এবং ওয়ান্টেড। তাই বাংলাদেশে পা রাখার পরও ভারত চাইছে, যেন তাকে হাতে তুলে দেওয়া হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছে। মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরা বিশ্বাস করি, কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।
এর আগে ভারতীয় মুখপাত্র রনধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বলেছেন, জাকির নায়েক ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, তিনি যেখানেই থাকুন না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় রাখবে।
মন্তব্য করুন
