শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে বন্ধ হচ্ছে সর্বোচ্চ ১০টির বেশি সিম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০২:১২ পিএম
expand
আজ থেকে বন্ধ হচ্ছে সর্বোচ্চ ১০টির বেশি সিম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন নীতিমালা অনুযায়ী, শনিবার (১ নভেম্বর) থেকে কোনো নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। নির্দেশনা অনুযায়ী, আজ থেকেই দেশের সব মোবাইল অপারেটর অতিরিক্ত সিম বন্ধের প্রক্রিয়া শুরু করেছে।

বিটিআরসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ অক্টোবরের পর যেসব এনআইডিতে ১০টির বেশি সিম সক্রিয় রয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করা হবে।

এর আগে ৩০ জুলাই কমিশন জানায়, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে হলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ডি-রেজিস্ট্রেশন করতে হবে। পূর্বে একজন ব্যবহারকারীর নামে ১৫টি সিম চালু রাখার অনুমতি ছিল।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, “আজ থেকেই অপারেটররা অতিরিক্ত সিম বন্ধ করবে। ডিসেম্বরের মধ্যেই আমরা নিশ্চিত করব, কোনো এনআইডিতে ১০টির বেশি সক্রিয় সিম থাকবে না।”

বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জাতীয় পরিচয়পত্রভিত্তিক সিমের সীমা আরও কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন সিম নিবন্ধনের সর্বোচ্চ সীমা পাঁচটিতে নামিয়ে আনা হবে। এই প্রস্তাবটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে।

গত ২৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, নির্বাচনের আগে ব্যক্তি পর্যায়ে সিম ব্যবহারের সংখ্যা পাঁচ থেকে সাতটিতে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এটি কমিয়ে দুইটিতে আনার লক্ষ্যও আছে।

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী আরও জানান, ৩১ অক্টোবরের পর ১০টির বেশি সিম রাখার অনুমতি নেই। ধাপে ধাপে এ সীমা আরও কমানো হবে।

কোনো এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটকের যেকোনো সিম থেকে *১৬০০১# ডায়াল করতে হবে। ফিরতি বার্তায় জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা পাঠানোর পর জানিয়ে দেওয়া হবে, কতটি ও কোন কোন অপারেটরের সিম সেই এনআইডিতে নিবন্ধিত আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন