

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সভার তারিখ ও সময় নিশ্চিত করা হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসনের সূত্রে জানা গেছে, আসন্ন এই সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির পাশাপাশি বিচার বিভাগসংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের নীতি-নির্ধারণী আলোচনামঞ্চ, যেখানে বিচার বিভাগের প্রশাসনিক, নীতিগত ও কাঠামোগত বিষয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্য করুন
