শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
expand
সারাদেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা

দেশের পোল্ট্রি খাত চরম সংকটের মুখে, এমন অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটি বলেছে, করপোরেট সিন্ডিকেটের একচেটিয়াভাবে বাজার দখল এবং সরকারের নীরবতার কারণে প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারছেন না।

এই পরিস্থিতিতে বিপিএ শনিবার থেকে সারাদেশে পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় ডিম ও মুরগি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিপিএ জানিয়েছে, দেশে প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষ পোল্ট্রি খাতের সঙ্গে যুক্ত, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নারী ও ৬০ শতাংশ শিক্ষিত বেকার যুবক। কিন্তু করপোরেট সিন্ডিকেটের একচেটিয়া বাজার দখলের কারণে এই বৃহত্তম কৃষিভিত্তিক খাতটি ধ্বংসের পথে।

সংগঠনের ৭ দফা দাবির মধ্যে রয়েছে:

১. করপোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকার কর্তৃক নির্ধারণ করা। ২. কর্পোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তোলা। ৩. প্রান্তিক খামারিদের সংগঠনকে নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করা। ৪. ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট এবং প্রকাশযোগ্য প্রতিবেদন ব্যবস্থা চালু করা। ৫. উৎপাদন খরচ অনুযায়ী ১০ শতাংশ লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ করা। ৬. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জামানতবিহীন ঋণ, প্রণোদনা ও ভর্তুকি প্রদান করা। ৭. নীতিনির্ধারণী পর্যায়ে দুর্নীতিগ্রস্ত ও কর্পোরেটপন্থি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।

বিপিএর পক্ষ থেকে বলা হয়েছে, এই ৭ দফা দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের পোল্ট্রি খাতের উৎপাদন ধাপে ধাপে বন্ধ রাখা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন