

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য আসছে বহুদিনের প্রত্যাশিত নতুন ইউনিফর্ম। মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলোর সদস্যরা প্রথম ধাপে এই নতুন পোশাক পরিধান করবেন। আগামী ১৫ নভেম্বর থেকে এর আনুষ্ঠানিক সূচনা হবে বলে জানা গেছে।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই নতুন ইউনিফর্ম পরবে।
তিনি বলেন, “লৌহবর্ণের (স্টিল কালার) নতুন পোশাক আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। এটি ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোতে পৌঁছে দেওয়া হবে। প্রথমে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এই ইউনিফর্ম ব্যবহার শুরু করবে। পরবর্তীতে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যদের কাছেও এটি পৌঁছে যাবে।”
এর আগে, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর গঠিত সংস্কার কর্মসূচির অংশ হিসেবে পুলিশের পাশাপাশি আনসার, ভিডিপি ও র্যাবের ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য, দেশের নিরাপত্তা বাহিনীগুলোর চেহারায় নতুনত্ব আনা এবং তাদেরকে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব বাহিনী হিসেবে আন্তর্জাতিক মানে উপস্থাপন করা।
মন্তব্য করুন
