বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে: প্রধান উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:০২ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
expand
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশি ও বিদেশি নানা অপশক্তি সক্রিয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যমুনায় অনুষ্ঠিত হয় প্রথম সমন্বয় সভা। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সভার বিষয়বস্তু তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব জানান, নির্বাচন বানচালে ভেতর-বাহির থেকে অনেক শক্তি সক্রিয় হবে। তারা সংগঠিতভাবে চেষ্টা চালাতে পারে, এমনকি হঠাৎ আক্রমণের আশঙ্কাও রয়েছে। তবে এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং, এবং যত বাধা আসুক তা মোকাবিলা করে নির্বাচন সম্পন্ন করা হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টনের জন্য ৬৪ জেলার তালিকা করা হয়েছে। শ্বশুরবাড়ি ও আত্মীয়-স্বজনদের এলাকায় পদায়ন করা হবে না। এছাড়া গত ৩ নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না।

শফিকুল আলম জানান, নির্বাচন ঘিরে দেশের ভেতরে-বাইরে থেকে ‘এআই’ দিয়ে সামাজিক মাধ্যমে নানা অপপ্রচার হতে পারে। উচ্চপর্যায়ের বৈঠকে তা ঠেকানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সামাজিক মাধ্যমে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের জন্য কমিটি করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন