

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শহরের সড়ক ব্যবস্থাকে সচল ও নিরাপদ রাখতে ব্যাটারি ও অটোচালিত রিকশা নিয়ন্ত্রণ এখন জরুরি।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মত প্রকাশ করেন।
তিনি বলেন, “আগের মতো রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা চলতে পারে। দিনের বেলা কেবল প্যাডেল চালিত রিকশাই সড়কে চলবে। তবে শহরের কিংবা মহানগরীর প্রধান সড়ক বা মহাসড়কে কোনো ধরনের রিকশা ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ থাকা উচিত।”
সারজিস আলমের মতে, “রিকশা মহাসড়কে চলাচল করলে চালক ও যাত্রী উভয়ের জন্যই ঝুঁকি বেড়ে যায়। এতে দুর্ঘটনা, যানজট এবং রাস্তায় বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, যা পুরো নগরজীবনকে প্রভাবিত করে।”
তিনি আরও বলেন, “ঢাকা থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরের সড়কগুলো ক্রমেই অচল হয়ে যাচ্ছে, যার অন্যতম কারণ এই অনিয়ন্ত্রিত রিকশা চলাচল। এ অবস্থায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তর দায় এড়াতে পারে না। তবে যাঁরা এই পেশায় যুক্ত, তাঁদের জীবিকা বিবেচনায় রেখে একটি টেকসই সমাধান খুঁজে বের করা প্রয়োজন।”
মন্তব্য করুন
